বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে নতুন সরকার গঠনের পর এবার কূটনৈতিক আলোচনায় গতি আনতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। আগামী ১৬ এপ্রিল (বুধবার) তিন দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। তাদের সঙ্গে থাকবেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।
এই সফর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রথম প্রতিনিধি দলের বাংলাদেশ সফর হওয়ায় কূটনৈতিক মহলে এটি বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সফরে জাতীয় নির্বাচন, শুল্কনীতি, রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের পরিস্থিতিসহ নানা দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হবে।
সফরের প্রথম দিন তারা মার্কিন দূতাবাসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বৃহস্পতিবার সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক রয়েছে তাদের।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে বাংলাদেশের মূল ফোকাস থাকবে মার্কিন শুল্ক প্রসঙ্গে। বর্তমানে ৩৭ শতাংশ শুল্কের কারণে রফতানিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এ ছাড়া বাণিজ্য সম্প্রসারণ, সংস্কার উদ্যোগ এবং নির্বাচনী বিষয় নিয়েও আলোচনা হবে।