যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতির আওতায় ৩১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।
২০ এপ্রিল (রোববার) পর্যন্ত তাদের ফেরত পাঠানো হয় বলে পুলিশের বিশেষ শাখা ও বিমানবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। ফেরত পাঠানোদের মধ্যে ৩০ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।
তারা অভিবাসন সংক্রান্ত মামলায় হেরে গিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং অনেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন।
তবে ভারতসহ অনেক দেশের নাগরিকদের মতো তাদের হাতকড়া পরিয়ে পাঠানো হয়নি। সাধারণ চার্টার্ড বিমানে তাদের দেশে পাঠানো হয়েছে। তিনজনকে যুক্তরাষ্ট্রের বিশেষ নিরাপত্তা কর্মীরা এসকর্ট করে ঢাকায় নিয়ে আসেন।
প্রতিবারই ফেরত পাঠানোর আগে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে এবং বিমানবন্দরে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে।
সরকার শুরু থেকেই এসব নাগরিকের সম্মানজনক প্রত্যাবর্তনের বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে।