1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

ভারতের ওয়াকফ বিল মুসলিম অধিকার খর্বের চেষ্টা: বিএনপি

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ভারতে পাস হওয়া মুসলিম ওয়াকফ (সংশোধন) বিল ২০২৫ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এ আইন ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করে বৈষম্যমূলক আচরণের সুযোগ তৈরি করেছে। গুলশানে বিএনপির এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওয়াকফ হলো একটি ইসলামি দানের প্রথা, যা মসজিদ, মাদরাসা, কবরস্থান ও এতিমখানার মতো ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। ভারতে ওয়াকফ বোর্ডের অধীনে প্রায় ১০ লাখ একর সম্পত্তি রয়েছে। নতুন আইনে অমুসলিমদের বোর্ডে অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যা মুসলিমদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডসহ বিভিন্ন সংগঠন এই আইনকে ইসলামি চেতনার পরিপন্থি বলেছে। ভারত সরকার গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে আইনটি পুনর্বিবেচনা করবে বলে বিএনপি আশা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!