গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আগামীকাল (৭ এপ্রিল, সোমবার) বিশ্বব্যাপী হরতালের আহ্বান জানিয়েছেন নিপীড়িত গাজাবাসী। তারা বিশ্বের সব দেশে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও আদালত বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে।
এই ডাকে সংহতি জানিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ ফেসবুকে ‘No Work No School Until Genocide Stops’ লেখা একটি ছবি শেয়ার করে লিখেছেন, “হ্যাঁ, সংহতি জানাই। ইসরায়েলি দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে ধর্মঘটে যোগ দিন।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় সংগঠক সারজিস আলমও ফেসবুক পোস্টে বলেন, “এটি কেবল স্কুল বা অফিস বন্ধ রাখার বিষয় নয়; বরং দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে নামতে হবে গাজাবাসীর পাশে দাঁড়াতে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েমও একই আহ্বান জানিয়ে লিখেছেন, “গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন। ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি সফল করুন।”
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রতিদিন গড়ে ১০০ শিশু হতাহত হচ্ছে। সর্বশেষ হামলায় খান ইউনিস ও গাজা সিটিতে নিহত হয়েছে এক সাংবাদিকসহ কয়েকজন এবং দুটি শিশুও। এই সহিংসতা বিশ্বজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।