1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

ভারতে কন্টেন্ট সেন্সরশিপের বিরুদ্ধে ‘এক্স’-এর মামলা

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) ভারতের বিরুদ্ধে কন্টেন্ট নিয়ন্ত্রণ ও সেন্সরশিপের অভিযোগ এনে কর্নাটক হাইকোর্টে মামলা করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ মার্চ) এ মামলা দায়ের করা হয়।

ব্লুমবার্গের প্রতিবেদনে জানা যায়, ইলন মাস্কের প্রতিষ্ঠান ‘এক্স’ অভিযোগ করেছে যে, ভারত সরকার বেআইনিভাবে এবং একতরফাভাবে কন্টেন্ট সেন্সর করছে। আইটি অ্যাক্টের ধারা ৭৯(৩)(বি) ব্যবহার করে বিষয়বস্তু ব্লক করা হচ্ছে, যা সুপ্রিম কোর্টের আগের রায়ের পরিপন্থি।

এটি ‘এক্স’-এর দ্বিতীয় মামলা। ২০২২ সালে তারা ভারত সরকারের কন্টেন্ট ব্লকিং নির্দেশনার বিরুদ্ধে মামলা করেছিল, তবে ২০২৩ সালে আদালত তা খারিজ করে দেয়। এবার ‘এক্স’ দাবি করেছে, কন্টেন্ট ব্লক করার ক্ষমতা আইটি অ্যাক্টের ধারা ৬৯এ-এর অধীনে আসা উচিত।

এদিকে, মাস্ক ভারতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালুর চেষ্টা করছেন এবং টেসলা গাড়ি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে, ভারতের স্বরাষ্ট্র ও প্রযুক্তি মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!